দিনমজুরের বসত ঘর আগুনে পুড়ে ছাই অন্যের বাড়িতে ও খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন 

0
340
কয়রা (খুলনা) প্রতিনিধি, খুলনার কয়রায় এক দিন মজুরের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘর  হারিয়ে দিনমজুর পরিবারটি অন্যের বাড়িতে আবার কখনো কখনো খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে। জানা গেছে ২৫ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে ৪ নং কয়রা গ্রামের হাবিবুর শিকারির বসত ঘরে আগুন লাগে, মুহূর্তের মধ্যে ঘর সহ ঘরে থাকা খাদ্যশস্য সহ  সাংসারিক  সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে অসহায় পরিবারটি প্রতিবেশী ও আত্মীয়স্বজনের দয়ার ওপর ভর করে কখনো প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে আবার কখনো খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে। এ মুহূর্তে অসচ্ছল দিনমজুর পরিবারটির নতুনভাবে ঘর নির্মাণসহ সংসার নির্বাহের কোন সমর্থ্য না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি আর্থিক সাহায্য পেতে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত আবেদন করেছে। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here