অবশেষে মোংলায় শূন্য দশমিক ছয় মিলিমিটার  স্বস্তির বৃষ্টি

0
237

মাসুদ রানা, মোংলা : আহা বৃষ্টি ! ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি!  এরচেয়ে আনন্দের খবর আর কিছুই ছিলোনা মোংলাবাসীর। টানা দেড়মাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে মোংলায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। শুক্রবার (৩ মে) সোয়া চারটার দিকে হিমেল বাতাসের সঙ্গে শহরজুড়ে কয়েক মিনিট বৃষ্টি নামে। মোংলা আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ শুক্রবার মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এর মধ্যেই শেষ বিকালে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরিমাণ ছিল শূন্য দশমিক ছয় মিলিমিটার।
পৌর শহরের মিয়াপাড়া, কলেজমোড়, শেহালাবুনিয়াসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে দুপুরের পর থেকে মোংলার আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।দুপুরের পর আকাশে কালো মেঘ দেখে বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ শহরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ। টানা দেড় মাস তীব্র তাপপ্রবাহের মতো গরমে এর আগে কখনো পড়েনি।দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আগে কেউ দেখেনি৷ প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। সারাদেশের মানুষের মতো বৃষ্টির অপেক্ষায়  মোংলা ও উপকূলীয় এলাকার মানুষ।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারন অর রশিদ বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি। আজ মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here