বেনাপোলে ড্রেনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টি হয়ে এক শ্রমিক মারা গেছে

0
245

যশোর অফিস : যশোর বেনাপোল পৌরসভার ড্রেনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে হাবিব ( ২৪ )নামে এক শ্রমিক মারা গেছে। নিহত হাবিব ভাবেরবেড় গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।  সোমবার দুপুরে বেনাপোলের ভবেরবেড় রেলওয়ে স্টেশন সংলগ্ন হিজরা পাড়ায় বাবলা ড্রাইভারের বাড়ির পাশে বেনাপোল পৌরসভার ড্রেনের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন দিয়ে খননের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের তারে হাবিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এরপর সংগীয় লেবাররা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পরে তিনি মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here