মাগুরায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

0
228
সাইফুল ইসলাম :শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন)। শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গী ক্লাবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সাংবাদিকরা। এমজেএন এর আহবায়ক রবিন শামসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা, মাগুরা ২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছেলে অমিতাভ শিকদার বাপ্পি, মাগুরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান খোকন। এসময় সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
পরে মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সাংবাদিকরা। মধ্যাহ্ন ভোজ শেষে সদস্যদের নিয়ে এমজেএনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here