লোহাগড়ার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা ॥ গুলিবিদ্ধ আরো ২ ভাই চেয়ারম্যানও দুর্বৃত্তদের হামলায় নিহত হয় ১৯৯৪ সালের ৯ মে

0
451

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিকদার মোস্তফা কামাল (৪৫) কে দূর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার(১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুন্দসী গ্রামে সমির সিকদারের বাড়ির পাশের্^ সাবেক চেয়ারম্যান হামলার শিকার হন। সিকদার মোস্তফা কামাল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। জানা গেছে, শুক্রবার রাতে সমির সিকদারের বাড়িতে মেয়েলী সংক্রান্ত এক ঘটনায় শালিস বৈঠক হবার কথা ছিলো। শালিসে অংশ নিতে সাবেক চেয়ারম্যান ওই বাড়িতে মোটরসাইকেলে যান। রাস্তার পাশের্^ মোটরসাইকেল রেখে তিনি ওই বাড়িতে প্রবেশ করেন। একটু পরে শালিস থেকে বেরিয়ে নিজ মোটরসাইকেল বাড়ির ভেতর নিতে মোটরসাইকেলের কাছে গেলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা সিকদার মোস্তফা কামাল কে উদ্দেশ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে শালিসের লোকজন রাস্তার পাশে ছুঁটে আসলে সাবেক চেয়ারম্যানকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। কিন্তু পথিমধ্যেই রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও গ্রামবাসীরা জানায়, সাবেক চেয়ারম্যানকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানোর পরই উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলহাটা গ্রাম। সাবেক চেয়ারম্যানের লোকজন ওই ইউপির সাবেক মেম্বর লিপনের বাড়িতে চড়াও হয়ে শর্টগানের গুলি বর্ষণ করে। এসময় মঙ্গলহাটা উত্তরপাড়ার লিটন শেখের ছেলে ফয়সাল শেখ(২৫) ও পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা(৪০) গুলিবিদ্ধ হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শনিবার দুপুরে নিহত সাবেক চেয়ারম্যানের লাশ এর পোর্ষ্টমর্টেম নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। শনিবার আসরবাদ মঙ্গলহাটা গ্রামে নামাজে জানাজা শেষে তার দাশ দাফন করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, মঙ্গলহাটা গ্রামে সামাজিক দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটেছে। আমরা হামলাকারীদের বিষয়ে প্রায়শই নিশ্চিত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, নিহত সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের আপন ভাই মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরু সিকদার কে দূর্বৃত্তরা ১৯৯৪ সালের ৯ মে দিবাগত রাতে কুন্দসী-মঙ্গলহাটা সড়কে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here