শালিখায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

0
246
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে মাগুরা শালিখা উপজেলায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ এর সাথে ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার (১২মে) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শালিখা উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
আপনারা দেখেছেন প্রথম ধাপের নির্বাচনে মাগুরা দুটি উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা আশা করি বাকি দুটি উপজেলাতে আগামী ২১মে অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে। আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে নির্বাচন যেন সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ কলিমুল্লাহ সহকারী পুলিশ সুপার মাগুরা, প্রশান্ত কুমার বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা ও রিটার্নিং অফিসার, মোঃ মাহফুজুর রহমান জেলা নির্বাচন অফিসার মাগুরা।
উল্লেখ্য তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে ৫৪ জন প্রিজাইডিং অফিসার, ১০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৭৭০ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মোট উপজেলায় ৯৩২ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here