পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে ৩ নারী সহ দন্ড ও সাজার দশ আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, রোববার রাতে রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাজা ও পরোয়ানার ১০ আসামি গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোবারেক সরদারেরর ছেলে রফিকুল ইসলাম (৪২),। তাকে খুলনা জেলা দায়রা জজ আদালত ২০২০ সালে প্রতারণা মামলায় ১ বছর বিনাশ্রম দন্ড দেন। সে থেকে আসামি রফিক পালাতক ছিলো। পরোয়ানার আসামিরা হলেন, গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের নাজমুল গাজী ও স্ত্রী ফাতিমা আক্তার, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, বাঁকা গ্রামের সুবোল মল্লিক, রবিন মল্লিক, কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের সোহাগ মোড়ল, চাঁদখালী ইউনিয়নের দেব দুয়ার গ্রামের ভুলু গাজী, গদাইপুর ইউনিয়নের বান্দি কাটি গ্রামের সাত্তার গোলদারের স্ত্রী ছবিরন বেগম, একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আফসার গাজীর স্ত্রী ফাতেমা বেগম।















