যশোরে কলেজ ছাত্র নূর হোসেন হত্যা মামলার আসামি পচা খুলনার ডুমুরিয়া থেকে আটক

0
238

যশোর অফিস : ফুটবল খেলাকে কেন্দ্র করে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ ছাত্র নুর হোসেন হত্যায় জড়িত প্রধান আসামী পচা’কে খুলনা ডুমুরিয়া থেকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে যশোর পিবিআই ।গত ১১ ই মে রাতে শহরের শংকরপুর এলাকায় ফুটবল খেলা কে কেন্দ্র করে কলেজ ছাত্র একই এলাকার নজরুল ইসলামের ছেলে নূর হোসেনকে (১৯) দুর্বৃত্তরা ছুরিকাঘাতে করে হত্যা করে। ধৃত মূল আসামি সাইদুল  পচা (২২) একই  এলাকার মিলন এর ছেলে। পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন,এর নেতৃত্ত্বে এসআই স্নেহাশীষ দাশ, এসআই ডি এম নুর জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার দল সোমবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়,গত ১০ মে শংকরপুর গ্রামস্থ স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র তার সাথে জড়িত অন্যান্য আসামিদের সাথে মধ্যে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে গত ১১ মে রাতে ওই বিবাদকে কেন্দ্র করে নুর হোসেনকে শংকরপুর এলাকার কালামের দোকানের সামনে একা পেয়ে আসামী পচাসহ অন্যান্য আসামীরা ধারালো চাকু দ্বারা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হলে যাওয়ার পথে সে মারা যায়। আটক আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যা কাজে ব্যবহার করা বার্মিজ চাকু শংকরপুর এলাকায় আসামির খালার বাসা থেকে উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here