যশোরে সাংবাদিকের পুত্র ও কন্যা সন্তানদের এসএসসি পরীক্ষায় সাফল্য

0
202

যশোর প্রতিনিধি : এবারে এসএসসি পরীক্ষায় যশোরে সাংবাদিকদের সন্তানেরা জিপিএ ৫ পেয়েছে। পরীক্ষায় জারিন আলম জিপিএ ৫ পেয়েছে সে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক সমাপনী পরীক্ষা জিপিএ ৫ পায় জারিন আলম।। তার পিতা মাহাবুব আলম লাবলু শহরের ঘোপ নোয়াপাড়া রোডে স্থায়ী বাসিন্দা‌ ও আপিল গ্রুপের পরিচালক ও দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক। ও মাতা আকলিমা খাতুন  একজন গৃহিণী কিংবদন্তী আলম সংগ্রাম এবারের এসএসসি পরীক্ষায় যশোর জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও রুবাইয়া আলম সাথী দম্পতির ছেলে। বর্ষীয়ান সঙ্গীতগুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ান তার দাদা।  কিংবদন্তী আলম সংগ্রাম তার সাফল্যের জন্য মায়ের উৎসাহ অনুপ্রেরণা ত্যাগের কথা স্মরণ করে। শিক্ষক মন্ডলীর যথাযথ পাঠদান ও বাবা মা, দাদা-দাদী, নানা নানীর আশীর্বাদ তাকে এ সাফল্য এনে দিয়েছে বলেও মনে করে। সে ভবিষ্যতে একজন মানবিক ভাল মানুষ হতে চাই। কাজী শাহরিয়ার জামান কাফি এবার এসএসসি পরীক্ষায় যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে। কাফি পিএসসিতে ও জে এস সি তে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। তার বাবা সাংবাদিক কাজী নুরুজ্জামান বাপ্পি ও মাতা সেলিনা আক্তার ,যশোর ২৫০ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। কাজী শাহরিয়ার জামান কাফি ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ।তার বাবা-মা তার ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া কামনারেড নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু ও রেহানা আফরোজ এর ছোট মেয়ে শেখ তাহসিন হোসেন জিপিএ -৫ পেয়েছ এসএস সি পরীক্ষায়। সে যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুলের একজন মেধাবী ছাত্রী। শেখ তাজ হোসেন তাজু ও রেহানা আফরোজ তার ছোট মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। সে একজন মানবিক মানুষের মতো মানুষ হতে পারে সেজন্য সবার দোয়া কামনা করেছেন।কাজী শাহরিয়া  ইসলাম রাফি যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল স্কুল থেকে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে। রাফি পিএসসি ও জেএসসি‘তেও সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। তার পিতা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের স্থায়ী বাসিন্দা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ প্রতিদিন সাংবাদিক কাজী রফিকুল ইসলাম, মাতা- নুরুন্নাহার সিমা। কাজী শাহরিয়া ইসলাম রাফি ভবিষ্যতে প্রকৃত মানুষ হতে চায়। তার বাবা-মা তার ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here