বয়স ও সংসার ঠেকাতে পারেনি নারী উদ্যোক্তা সুমির লেখাপড়া

0
141

যশোর : যশোর সদর উপজেলা চুড়ামনকাটি’র নারী উদ্যোক্তা শারমিন নাহার সুমি’র লেখাপড়া আটকাতে পারেনি বয়স ও তার সংসার। সুমি বেগমের অদম্য আত্মবিশ্বাসের বলেই ৩৫ বছর বয়সে পাশ করলো এস এস সি। মেধাবী ছাত্রী হিসাবে লেখাপড়ার ইচ্ছা থাকার পরেও তার সম্ভব হয়ে ওঠেনি বাবার সংসারে অভাব অনটনের জন্য। পিতা আবুল কাসেম সরদারের পাঁচ সন্তানের তৃতীয় সন্তান শারমিন নাহার সুমি খাতুন। কাসেম সরদার বাধ্য হয়ে মেয়ে সুমিকে মাত্র ১৩ বছর বয়সে বিবাহ দিয়ে দেন। বিবাহের সময় সুমি বেগম সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলেন। বর্তমান স্বামী সন্তান ও সংসার নিয়ে মোটামুটি ভালভাবে জীবন যাপন করছে। তার বড় মাহফুজুর রহমান শিশির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ছেলের লেখাপড়া দেখে মা সুমি বেগম সেই লেখাপড়া করার ইচ্ছা শক্তিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দিয়ে ৪.২৫ রেজাল্টে পাশ করেছেন। সুমি বেগম নিজ উদ্যোগে কেক, জন্ম দিনের কেক, নুডুলস, সেমাই ও লাচ্চা সেমাই তৈরী করে চুড়ামনকাটিতে আলোড়ন সৃষ্টি করেছে। পরীক্ষায় পাশ সুমি বেগম বলেন, আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি কোন চাকুরীর করার আশায় না। বরং পাশ করেছি নেপোলিয়নের ওই কথায় অনুপ্রানিত হয়ে যে, মা শিক্ষিত হলে জাতিকে শিক্ষিত করা সম্ভব এই জায়গা থেকে। এড়াও আমার সংসার ও সকল কর্মকান্ডের পাশাপাশি লেখাপড়া শেষ করার ইচ্ছা পোষন করে দোয়া চেয়েছেন সকলের নিকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here