দর্শনায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে   মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় ও সংবর্ধনা

0
218
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় পুরাতন বাজার প্রতিষ্ঠানের হলরুমে
দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান
উদ্যোক্তা ও দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম,
মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  নাসির উদ্দিন,
দক্ষিণ চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী,
আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হান্নান,
দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  একেএম হুমায়ন কবির, শ্যামপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ,অভিভাবক আবুল কাশেম, দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তনুশ্রী, লিটিল এনজেল ইন্টাঃ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার দত্ত,সহকারি শিক্ষক সোলাইমান হক প্রমুখ। স্কুলের উদ্যাক্তা আজমপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাসের উপস্থাপনায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ মানসম্মত শিক্ষার জন্য করণীয় কি তা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি  ও সভাপতিকে ক্রেস প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here