বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন,হাড্ডা হাড্ডি লড়াইয়ে ভোট হবে ত্রিমুখী

0
274

নূর হাসান লাল্টু বাঘারপাড়া : জমে উঠেছে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ শে মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী হতে প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে দিন রাত গণসংযোগ। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে এ নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন স্হানীয় সচেতন মহল। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে রাজনৈতিক অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন প্রার্থীরাও। আসন্ন এ নির্বাচনে সাবেক এমপি রনজিত রায়ের ছেলে রাজিব কুমার রায় প্রার্থী হয়েছেন। মাঠে ময়দানে দেখা না গেলেও জোরেশোরে প্রচার প্রচারনা চালিয়ে ভিতরে ভিতরে রাজিব রায় নির্বাচনে জিততে প্রানপন চেষ্টা করে যাচ্ছে। তিনি জিততে পারলে আবারও ঘুরে দাঁড়াবেন সাবেক এমপি রনজিত কুমার রায়। আর তাই রাজনৈতিক প্রেসট্রিজ ইস্যু হয়ে দাড়িয়েছে রনজিত রায়ের। রাজিব রায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হতে না পারলে তাদের রাজনীতি শেষ বলে মনে করছেন স্হানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। রাজিব কুমার রায় ঘোড়া প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, দির্ঘ দিনের সাবেক এমপি বিরোধী শিবিরের দুই হেভিওয়েট নেতা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের একজন হলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের বার বার বিপুল ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রউফ মোল্লা,তিনি দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন। অপরজন হলেন যশোর জেলা আওয়ামীলীগের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। এদিকে শুরুতে প্রচার প্রচারনা না থাকলেও বর্তমানে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলীও নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আনারস প্রতিকে নির্বাচন করছেন।এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাছুম রেজা খান হেলিকপ্টার প্রতিকে,সেলিম রেজা বাদশা কাপ পিরিচ প্রতিক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। মূলত লড়াই হবে ত্রিমুখী বলে গুঞ্জন উঠেছে, অনেকে আবার মনে করছেন আব্দুর রউফ মোল্লার দোয়াত কলমের সাথে এফ এম আশরাফুল কবীর বিপুল ফারাজীর মোটরসাইকেল মার্কার হাড্ডা হাড্ডি লড়াই হবে। এদিকে শেষ মুহূর্ত পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হাসান আলী নির্বাচনে থাকবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য স্হানীয় জনগনের। অন্যদিকে,সমানে ব্যাপক প্রচার প্রচারনা গন সংযোগ ভোটারের বাড়ি বাড়ি যেয়ে ভোট প্রর্থনায় ব্যস্ত সময় পার করছে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এনায়েত হোসেন লিটনের মাইক মার্কা বলে জানিয়েছেন তার কর্মীসমর্থকরা। এপদে জয়নাল আবেদীন টিয়া পাখি, নাজমুল হুসাইন নান্নু চশমা প্রতিক,আসাদুজ্জামান চিশতি টিউবওয়েল প্রতিক,গোলাম ছরোয়ার তালা,বিএম শাহজালাল বই,তাওহিদুর রহমান উড়োজাহাজ প্রতিকে নির্বাচন করছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিথীকা রানী বিশ্বাস পদ্ম ফুল,শামসুন্নাহার ফুটবল, রেকসোনা খাতুন কলস,দিলারা জামান প্রজাপতি নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সর্বশেষ আব্দুর রউফ মোল্লার দোয়াত কলম,রাজিব রায়ের ঘোড়া ও আশরাফুল কবীর বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতিকের সাথে হাড্ডা হাড্ডি ত্রিমুখী ভোট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here