নড়াইলে আশা শিক্ষা কর্মসূচী’র আয়োজনে শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

0
175
আজম খান :  নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচী’র আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশা “শেখহাটী” শাখা’র আয়োজনে রোববার (১৯ মে) শেখহাটি তপনভাগ যুক্ত  মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৬ষ্ঠ থেকে  ৮ম শ্রণি পর্যন্ত শিক্ষার্থীদর ৯০জন অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আশা নড়াইল জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান। আরও বক্তব্য দেন শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম আলী খান, বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন মোল্যা, শিক্ষা অফিসার আলাল গাজী, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জুলমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম,  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক, শেখহাটী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জয়নাল আবদীন প্রমুখ। আশা’র কর্মকর্তারা বক্তব্যে বলেন, ২০১১ সাল থেকে আশা শিক্ষা কর্মসূচীর মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করে আসছে। বর্তমানে এ বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীর টিউশন ফিস প্রদান করা হচ্ছে। সারা দেশে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে পাঠদান কেন্দ্র ও মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচী হাতে নিয়েছে। এতে হতদরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ সহ টিউশন ফিস সুবিধা পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here