মুজিবনগরে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ

0
238
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে এক কৃষকের সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এতে ১৪-১৫ লাখর টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।
মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীল জাবার মাঠে চার বিঘা জমিতে কলা, আড়াই বিঘা জমিতে কপি ও দুই বিঘা জমিতে পেঁপে আবাদ করেন। আর কিছু দিনের মধ্যে এসব ক্ষেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গেল রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতা বশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে দাবি করেন গোলাম মোস্তফা।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here