আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে: এমপি ইয়াকুব আলী 

0
126

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, দু’য়েকজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত মণিরামপুর গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। সোমবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।  উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু সাইদ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here