রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সুস্মিতা সাহার উপস্থিতিতে এ ফলাফল ঘোষনা করা হয়।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮১ টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬২হাজার ৫শত ৪৫টি।
এর মধ্যে আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান ৩৩হাজার ৫শত ৬৫ ভোট পেয়েছেন। এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৮হাজার ৯শত ৮০ ভোট।
৪হাজার ৫শত ৮৫ ভোট বেশী পেয়ে আনারসের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৮ মে এক পরিপত্রে জেলা রিটার্নিং অফিসার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
এদিকে ৫জন প্রার্থীর মধ্যে নারী ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীক নিয়ে ২৬হাজার ৬০ ভোটে নাসিমা খাতুন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতিকের আকলিমা খাতুন (লাকী) পেয়েছেন ১৫হাজার ৩শত ৯০ ভোট। এছাড়া বর্তমান নারী ভাইস চেয়ারম্যান বৈদ্যুতিক পাখা প্রতীকের নাজনীন নাহার পপি পেয়েছেন ১২হাজার ৭শত ৭৭ ভোট, প্রজাপতি প্রতীকের রিপা ইসলাম পেয়েছেন ৬হাজার ৪শত ৬ ভোট ও ফুটবল প্রতীকের কামরুন্নাহার শাহিন পেয়েছেন ১হাজার ৬শত ৪৪ ভোট।
এদিন পর্যবেক্ষণে দেখা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের সার্বিক নিরাপত্তায় ৮১টি কেন্দ্রে নিয়োজিত ছিল বিপুল পরিমান পুলিশের মোবাইল টিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও র্যাব। সর্বোপরি নিরাপত্তার বেষ্টনিতে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।















