লোহাগড়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন রোম

0
332
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ,কেএম ফয়জুল হক রোম আনারস প্রতিকে ৩৯ হাজার ৬শত ৫৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হেলিকপ্টার প্রতিকের এস,এম এ হান্নান রুনু পেয়েছেন ২৬হাজার ৬শত ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা কামাল লিয়ন টিউবওয়েল প্রতিকে ২৩ হাজার ৮শত ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি টিয়াপাখি প্রতিকের এফআর রোমান রায়হান পেয়েছেন ২১হাজার ৫ শত ৩৯ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ফারহানা ইয়াসমিন ইতি কলস প্রতিকে ৩৬হাজার ৭শত ১৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দি প্রার্থী হাস প্রতিকের মোছা: কাকলি বেগম পেয়েছেন ২৫হাজার ১৩ভোট। মোট ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here