শালিখায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

0
263
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে মাগুরার শালিখা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২১মে) সকাল ৮থেকে বিকাল ৪পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে  নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শালিখায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.  শ্যামল কুমার দে (আনারস) প্রতীক নিয়ে ৩১ হাজার ১শ ৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম (মোটরসাইকেল) প্রতিকে ২৬হাজার ৭শ ৮৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সজীব আহমেদ (তালা) প্রতীকে ৩৫ হাজার ৭শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল ইসলাম (টিউবয়েল) প্রতিকে ২২হাজার ৫শ ৩৭ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা (ফুটবল) প্রতিকে ১৮ হাজার ১শ ১৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপ্তি গাঙ্গুলী (হাঁস) প্রতিকে ১৭হাজার ৩শ ২৫ ভোট পেয়েছেন। এছাড়া রিপনা রহমান (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৯হাজার ৫শ ৭৪ ভোট, মোছাঃ আমেনা খাতুন (কলস) প্রতিকে ৮হাজার ৯শ ৮৯ ভোট, মোছাঃ  শিলা জামান (প্রজাপতি) প্রতীকে ৪হাজার ৬শ ৪৩ ভোট পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here