শেখ হাসিনা ক্ষমতায় বলেই সব ধর্মের মানুষ শান্তিতে আছে: এমপি ইয়াকুব আলী 

0
221

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ যার যার ধর্ম উৎসবমুখর পরিবেশে উদযাপন করে আসছে। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পুর দাসপাড়া সর্বজনীন কালীতলা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় যুবলীগ নেতা মনিতোষ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্তাজ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন, দেবাশীষ সিংহ বাদল, শিশির ঘোষ, অনুপম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ। এরআগে মণিরামপুরের দুর্গাপুর দিঘিরপাড় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসাল্লীদের সাথে মতবিনিময় করেন এমপি এস এম ইয়াকুব আলী। এসময় তিনি মসজিদ সংস্কারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here