কোটচাঁদপুরে রাতের আধারে কৃষকের ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা 

0
217
মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দিয়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদের রাতের আঁধারে ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি মাদ্রাসা পাড়ার (বেড়ে পুকুর) মৃত আহসান উল্লাহর পুত্র।
শনিবার (২৫শে মে) সকাল বেলা আবুল কালাম আজাদ ড্রাগন বাগানে গিয়ে দেখতে পান ৪২শতাংশ জমির ড্রাগন গাছের মধ্যে ২২শতাংশ জমির গাছ সবই কে বা কাহারা কেটে দিয়েছে। জমির বাহির থেকে বোঝার উপায় নাই যে, ড্রাগন ফলের গাছগুলি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কারন এক একটি খুটিতে ড্রাগন ফলে গাছ ছিলো চারটি করে। যার মাথায় ত্রিশ পয়ত্রিশটা শাখা প্রশাখা আছে। দুর্বৃত্তরা সবগুলি গাছের গোড়া কেটেছে।
আবুল কালাম আজাদ বলেন অজ্ঞাত পুর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ড্রাগন গাছ কেটে দিয়েছে বলে মনে করেন। তিনি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে ক্ষতিপুরণ দাবি করেছেন।
এব্যাপারে তিনি কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে আলিম মাদ্রাসার পশ্চিম পাশের মাঠে ৪২শতাংশ জমিতে ড্রাগন বাগান আছে। শনিবার সকাল আনুমানিক ৫ টার সময় ড্রাগন বাগানে গিয়ে দেখতে পান ২২ শতাংশ জমির সম্পুর্ণ ড্রাগন গাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ডিএসবি কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি জানান, ভুক্তভোগি থানায় এসছে জিডি করতে। আমি বিকালে সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here