কয়রায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

0
161
এম,কোহিনূর  আলম কয়রা (খুলনা) প্রতিনিধি  ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উ-জজামান’র সভাপতিিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (কয়রা- পাইকগাছা)  আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সভায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ, উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়ীবাধে তাৎক্ষণিক দেয়ার জন্য বালু ভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা, উপজেলার ৭ ইউনিয়নে ১১৮টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখাসহ সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া মানুষের খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি সরবরাহ আলোর ব্যবস্থাসহ গবাদি পশু আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর জন্য কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ১৪৬০ জন সি পি পি স্বেচ্ছাসেবকদের জরুরী কাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন  এনজিওরা কাজ করবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তাও সুশীল সমাজের লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here