পাইকগাছায় ঘুর্নিঝড় রেমাল এর তান্ডবে বেড়িবাঁধ ভেঙ্গে উপকূলীয় এলাকা লন্ডভন্ড; ব্যাপক ক্ষয়ক্ষতি

0
293
পাইকগাছা প্রতিনিধি।  ঘুর্নিঝড় রেমাল এর তান্ডবে উপকূলীয় খুলনার পাইকগাছা এলাকা তছনছ করে দিয়েছে। জলোচ্ছ্বাসে  উপজেলার বিভিন্ন পোল্ডারে ক্ষতিগ্রস্থ পাউবো’র বেঁড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে হুহু করে লবন পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে হাজার-হাজার বিঘার  চিংড়ি ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গিয়ে কোটি-কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। রবিবার রাতের জোয়ারের জলোচ্ছ্বাসে ১০/১২ পেল্ডারের গড়ইখালীর কুমখালীর ক্ষুদখালীর ভাঙন,২৩ নং পোল্ডারের লস্করের বাইনতলা,কড়ুলিয়াসহ  ৩টি স্থানে, লতা,দেলুটি,হরিঢালী,রাড়ুলী, কপিলমুনি, সোলাদানার কয়েকটি পয়েন্টে বাঁধ উপছে লোকালয়ে লবন পানি ঢুকে ঘরবাড়ী,রাস্তাঘাট,পুকুর ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান  পোল্ডার রক্ষায় বাঁধ মেরামতে এলাকার মানুষের স্বেচ্ছাশ্রমে কাজের তদারকি করছেন। পানিউন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও বস্তা সরবরাহ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি মোঃ ওবায়দুর রহমানসহ দায়িত্বশীল কর্মকর্তারা সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া মানুষের খাদ্য-পানি তুলে দিয়েছেন।
সরেজমিনে গেলে এলাকার মানুষের দাবি সোমবার সন্ধ্যার মধ্যে বাঁধ মেরামত করা না হলে  রাতের জোয়ারে সমস্ত এলাকা আবারো প্লাবিত হয়ে ভয়াবহ আকার ধারন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here