যবিপ্রবি কর্মচারীদের দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতির হুঁশিয়ারী

0
147

নিজস্ব প্রতিবেদক  : মঙ্গলবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতি তাদের সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৮ ও ২৯ মে কর্মবিরতির হুঁশিয়ারী দিয়েছে।কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় কর্মচারীরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।তাদের দাবিগুলো হলো:কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা বাস্তবায়ন
রেয়াত প্রদানের শর্ত শিথিল করা শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যক্তিগত নথিতে সংরক্ষণের সুযোগ
চাকরির পাশাপাশি লেখাপড়ার সুযোগ প্রদান
সেকশন অফিসার (গ্রেড-১০ম) পদে আপগ্রেডেশন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নকর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। কিন্তু কোন সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছি।”যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি  শওকত ইসলাম সবুজ বলেছেনকর্মীচারীরা আশা করছেন, কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করে দ্রুত সমাধান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here