দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের আহত, হাসপাতালে ভর্তি

0
151
মাহমুদ হাসান রনি,  দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় সীমানায়  বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের  সর্বাঙ্গ ঝলসে গেছে।পরে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে
বিএসএফের গুলিতে আহত দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চোরাপথে ভারত থেকে এদেশে প্রবেশের সময় ঘটনাটি ঘটে।রবিউলের বন্ধুরা জানায়,ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯/৮০ পিলারের পাশ দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসার চেষ্টা করছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।  বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে  ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানিয়েছে ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here