খুলনা বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপে যশোর রানার্সআপ 

0
161

যশোর অফিস : বাংলাদেশ সোতোকান কারাতে-দো কিউকাই অ্যাসোসিয়েশনের খুলনা শাখা উদ্যোগে প্রথম খুলনা বিভাগীয় সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ-দুইদিন ব্যাপী খুলনা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নশিপে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন ও যশোর জেলা দল রানার্সআপ অর্জন করেছে।বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাত ১১টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসকে মনিরুজ্জামান মিঠু। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জম রশিদ দোজা’র সভাপতি এসময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ সোতেকান কারাতে দো-কিউকাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু , বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, চিত্রনায়ক আলেকজান্ডার বো,  কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ রকি, চ্যাম্পিয়নশিপে যশোর জেলা কারাতে অ্যাসোসিয়েশন ১০ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে ১৩ গোল্ড, ৪ রৌপ্য ও ২ তাম্রসহ ১৯ পদক জিতে রানার্সআপ ট্রফি অর্জন করেছে। পদক অর্জনকারী খেলোয়াড়রা হলো, আকিফ ইবনে আজিজ, আমিনুর রহমান, সাদিয়াতুত তাইয়্যবা রুবাব ,  সাবিহা জাহান, নাদিয়া সুলতানা, সৈয়দ মোহাম্মদ মহররম অলি, সৈয়দ শওকত আলী , ইয়াসমিন আক্তার,  মোহাম্মদ সাদেক. মোহাম্মদ সাকিন।খেলার টিম ম্যানেজার সেলিনা আক্তার রুমা, টিম কোচ যশোর জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইমরান হাসান টুটুল,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here