দেশি বিদেশী ফলের পসরা সাজিয়ে মৌমাছি স্কুলে ফল উৎসব

0
228

কাগজ সংবাদ : দেশি বিদেশী ফল নিয়ে রোববার ব্যতিক্রমী এক ফল উৎসবের
আয়োজন করে মৌমাছি স্কুল যশোর। রোববার স্কুল
ক্যাম্পাসে অর্ধশতাধিক নানা ধরনের দেশি বিদেশী ফলের
পসরা সাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী অধ্যাপক
হামিদুল হক শাহীন। আরও উপস্থিত ছিলেন স্কুল কমিটির
সভাপতি তারিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান
নিপুন, স্কুলের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস, স্কুলের
পরিচালক এস.এম মাসুম বিল্লাহ। শিক্ষক শর্মিষ্ঠা তুপা,
ফাতেমা শারমীন, কেয়া পান্ডে, প্রিয়াংকা বিশ্বাস,
সামিয়া ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারি,
অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, তরমুজ, বেল, তালের সাঁস,
লিচু, আনারস, নারকেল, ডেউয়া, কাউফল, আশফল, কাঠ
লিচু, গাব, কামরাঙ্গা, ছবেদা, পেয়ারা, পেঁপে। বিদেশী
ফলের মধ্য রাম ভুটান, অ্যাভোকাডো, তীন ফল, অ্যাপ্রিকট,
সাকুরা, আখরোট, ব্ল্যাক প্লাম, সবুজ প্লাম, চেরি,
ড্রাগন, আঙ্গুর, কিউ, ম্যাংগ স্টোনসহ মোট ৫৪টি ফল
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এর পাশাপাশি চলে
আপ্যায়ন পর্ব। শিক্ষার্থী, অভিভাবক ও আগত অতিথিরা
নির্মল আনন্দ উপভোগ করেন।স্কুলের পরিচালক এস.এম মাসুম বিল্লাহ বলেন, সব সময়
আমাদের চেষ্টা থাকে পাঠ্যক্রমের বাইরে শিশুদের জন্য কিছু
করা। ফাস্ট ফুডের বাইরে নতুন প্রজন্ম অনেক খাবার
সম্পর্কে জানে না। শুধু দেশি ফল রাখতে পারতাম উৎসবে।
কিন্তু আমরা চেয়েছি শিশু শিক্ষার্থীদের মাঝে ফল খাওয়ার
অভ্যাস তৈরি হোক এবং ওদের কাছে দেশি বিদেশী
বিভিন্ন ফলের পরিচিতি ঘটুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here