যশোরে আন্তজেলা অজ্ঞান পার্টির ৩ সদস্য ডিবি পুলিশের হাতে আটক 

0
125

যশোর অফিস : যশোরে রিপা খাতুন (২৭) নামে কুইন্স হসপিটলের মেডিকেল টেকনলোজিস্টকে তার ভাড়া বাড়ির সামনে অজ্ঞান করে সোনার গহনা ও মোবাইল ফোন লুট করে নেয়ার ঘটনায় অন্তঃজেলা অজ্ঞান পার্টির ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে মোবাইল ফোনসেট ও সোনার অলংকার উদ্ধার করা হয়েছে।আটক তিনজন হলো, নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের কামাল হোসাইনের ছেলে মাসুদ রানা (২৮), খোকনের ছেলে রাকিব (২৪) এবং সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৫)। ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানিয়েছেন, গত ১ জুন দুপুর আড়াইটার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার যশোর মনিহার আবাসিক হোটেল থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যপক জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে স্বীকার করে রিপা খাতুনকে অজ্ঞান করে তারা নগদ টাকা ও সোনার গহনা এবং মোবাইল ফোনসেট নিয়ে যায়। পরে তাদের কথা মতো নারায়ণঞ্জের রুপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় মাসুদ রানা ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে চোরাইকৃত একটি সোনার চেইন, দুই জোড়া কানের দুল ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়। মাসুদ রানার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।এসআই শামীম হোসেন আরো জানিয়েছেন, আটক আসামিদের স্থায়ী কোন বাড়ি বা ঠিকানা নেই। তারা সারা দেশে বিভিন্ন বাড়ি ভাড়া করে বা হোটেলে থেকে সুযোগ বুঝে মানুষকে চেতনা নাশক দ্রব্য সেবন করিয়ে টাকা, সোনার গহনা, সোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এটিই তাদের পেশা। এরা বাইরে এরা অন্য কোন কাজ করে না। রিপা খাতুন গত ৭ এপ্রিল ডিউটি শেষের বিকেল সোয়া চারটারদিকে দিকে হসপিটাল থেকে  ঘোপ জেলা রোডের ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমের রাজি না হলেও পরে তাদের জোড়াজুড়িতে রাজি হন। সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করে। সে সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পারস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। তার পারসে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুইন্স হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ির লোকজনকে জানিয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here