সড়ক দুর্ঘটনায় আহতর ২মাস পর রাজগঞ্জে শিক্ষক ফারুক হোসেনের মৃত্যু

0
125

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কাঁঠালতলা শমসেরবাগ গ্রামের মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন (৪৭)। সোমবার (০৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। তিনি কাঁঠালতলা শমসেরবাগ গ্রামের মৃত নাজিম উদ্দিন গাজীর (নওয়াব আলী গাজী) ছেলে। উপজেলার নোয়ালী মাদ্রাসার শিক্ষকতা করতেন এবং এলাকার সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। জানাগেছে- মরহুম ফারুক হোসেন গত ২৪ মার্চ যশোর শহর থেকে বাড়ি ফিরছিলো। এসময় চাঁচড়া নামক স্থানে ভারী যানবহনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here