দামুড়হুদা চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে চুরি হওয়া ৫ টি বাইসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোর ৫ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।পরে জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামে বকুল মিয়ার ছেলে মোঃ ইফতারুল ইসলাম (৩০)’র বাড়িতে অভিযান চালিয়ে ২টি পুরাতন সবুজ রংয়ের BSA বাইসাইকেল, ২টি পুরাতন সবুজ রংয়ের HERCULES বাইসাইকেল,১টি পুরাতন সবুজ রংয়ের HERO ROYAL বাইসাইকেল জব্দ করে।এসময় ইফতারুল গ্রেফতার করা হয়।
এব্যাপারে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। উল্লেখ গত ২৯ মে রাতে দর্শনা থানার সড়াবাড়িয়া গ্রাম হতে অজ্ঞাতনামা চোরেরা পুরাতন সবুজ রংয়ের BSA বাইসাইকেল এবং সড়াবাড়িয়া গ্রামের বিভিন্ন স্থান হতে আরো ৪টি সর্বমোট ৫টি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়।















