যশোরে নির্বাচনী সহিংসতায় ২৪ ঘন্টায় দুইজন খুন

0
460

জেলা প্রতিনিধি : যশোরে নির্বাচনী সহিংসতায় গত ২৪ ঘন্টায় দুইজন খুন হয়েছে। একজনকে গুলি করে ও অপরজনকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা ।
গত বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের বাহাদুরপুর এলাকায় গুলি করে আলী হোসেন (৪২) নামে এক যুবলীগ কর্মীকে খুন করেছে দূর্বৃত্তরা। হত্যাকান্ডটি সংঘটিত হয়  যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুল তলা মোড়ে। নিহত আলী হোসেন এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ৫ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর হয়ে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ করেছিলেন। পরিবারের দাবি এর জেরেই প্রতিপরা তাকে হত্যা করেছে। প্রত্যদর্শীরা জানান, মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলে আলী হোসেনসহ একদল যুবক রাতে পিকনিকের আয়োজন করে। পিকনিক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ৪/৫জন সন্ত্রাসী তাকে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা। এদিকে এর আগের দিন বুধবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় নির্বাচনী সহিংসতায় সাকিব হোসেন (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। আহত সাকিবকে প্রথমে যশোরে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে সে মারা যায়। সাকিব হোসেন ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মী ছিলেন। নিহত সাকিব চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। উল্লেখ্য গত ৫জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here