ফকিরহাট আট্টাকা কে আলী মাঃ বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

0
148
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকির্পর্ণ একটি ভবনে চলছে পাঠদান। যে কোন মুহুর্তে ছোট দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম জানান, ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। দ্বিতল এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৮০ সালে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৯৫জন। সম্প্রতি ভবনের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের দুটি কক্ষের ছাদ থেকে প্লাষ্টার খসে পড়েছে। কিছুটা ফাটলও ধরেছে ভবনের। যে কারনে সেখানে পাঠদান করা সম্ভব হচ্ছে না। ফলে সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রদের কক্ষে পাঠদান করা হচ্ছে। পাঠদান শেষ হলে ছাত্রীদের পুনরায় কমানরুমে নিয়ে আসা হচ্ছে। শ্রেণি কক্ষের অভাবে এসব শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা হলেও বাধাগ্রস্থ হচ্ছে। আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক) সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বিশ^াস সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষার মান উন্নয়ন। বর্তমানে ভবনটি বেহাল দশায় পরিনত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্লাষ্টার খসে পড়ছে। যে কারনে শিক্ষার্থীরা আতংকের মধ্যে রয়েছে। তিনি নতুন একটি ভবন নির্মাণ অথবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনাও করেন। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মো. হাজের আলী জানান, ভবনটি দিনদিন ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। অবিলম্বে বিদ্যালয়ে একটি নতুন ভবনের জন্য তিনি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষন করেছেন। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here