অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহেশপুরের সবজি বিক্রেতার প্রাণ গেল চৌগাছায় !

0
203

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতার। তিনি পাশ্ববর্তী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারী হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্যেশে চৌগাছা বাসে উঠে বসেন। ধারনা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তার বহনকারী বাসটি চৌগাছায় পৌছালে বাস থেকে সকল যাত্রী নেমে গেলেও তিনি সিটে ঘুমন্ত অবস্থায় পড়ে থাকেন। বাস কাউন্টারের সদস্যরা তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। রাতে কিছুটা জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হলেও তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, রোববার বিকেলে বাস কাউন্টিারের লোকজন এসে অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারনেই তার মৃত্যু ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here