স্টাফ রিপোর্টার কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ভ‚ষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলহ অন্যান্যরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এমপি আনারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির বিচার নিশ্চিত করতে হবে। ঝিনাইদহ জেলা আ.লীগের যারা জড়িত তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলহ অন্যান্যরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এমপি আনারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির বিচার নিশ্চিত করতে হবে। ঝিনাইদহ জেলা আ.লীগের যারা জড়িত তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।















