ডুমুরিয়ায় রাস্তার সোলপ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা

0
156
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) :  খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত রাস্তার সোলপ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা। বুধবার সকালে প্রায় অর্ধশত গ্রামবাসী একত্রিত হয়ে এ কাজ বন্ধ করে দেন।
স্থানীয় মুস্তাফিজুর রহমান মিঠু, দইপায়ন মিস্ত্রী, ইসমাইল খা, সঞ্জীব বৈরাগী, সত্য রঞ্জন সরকার, ধর্মদাস মন্ডল, মুকুল সরদার, দীনবন্ধু বৈরাগী, জামাল উদ্দিন শেখ ও নাহিদ শেখ অভিযোগ করে বলেন, পোল্ডার ১৭/১ এর কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার সোলপের কাজ করছেন হাবিবুর রহমান বিশ্বাস নামে এক ঠিকাদার। তিনি রাস্তার সোলপের কাজের নামে পুকুর চুরি করছেন। বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে দায়সারা গোসে সোলপের কাজ করছেন। বুষ্টি হলেই এ সোলপ ভেঙে বিলীন হয়ে যাবে। যে কোন সময় বাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সোলপের মাটি গুলো ফেলানো হয়েছে ছড়ানো ছিটানোভাবে। কোথাও নিচু আবার কোথাও ডিবিপানা করে রাখা হয়েছে। সামান্য কিছু মাটি কাটা হয়েছে রাস্তার গোড়া বরাবর গর্ত করে। যাতে রাস্তাটি ধসে পড়ার সম্ববনা রয়েছে। একারণে আমরা এলাকাবাসী এ অনিয়ম মেনে নিতে না পেরে সাময়িক কাজ বন্ধ করে দিয়েছি। এব্যাপারে ঠিকাদার হাবিবুর রহমান বিশ্বাস বলেন, এবছর আমরা রাস্তাটি বাঁচানোর জন্য দুই পাশ দিয়ে সামান্য সোলপ দিচ্ছি। আগামী বছর এটা আমরা মজবুত করে করবো। মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, রাস্তার সোলপের কাজে অনিয়মের ব্যাপারে একাধিক ব্যক্তি আমাকে জানিয়েছে। আমি ঘটনাস্থলে গিযে সকল অনিয়মের বিষয়টি উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here