পাইকগাছা  উপজেলা পরিষদের দোয়ার উন্মুক্ত থাকবে”নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ

0
141
পাইকগাছা প্রতিনিধি। : সকলের জন্য উপজেলা পরিষদের দোয়ার উন্মুক্ত থাকবে। নির্বাচন শেষ সবাইকে নিয়ে এক সাথে পথ চলতে চাই এমন অভিপ্রায় ব্যক্ত করলেন-নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’ লীগের যুগ্ম সম্পাদক  আনন্দ মোহন বিশ্বাস ও দু’ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষিকা অনিতা রানী মন্ডল ও প্রভাষক আঃ ওয়াহব বাবলু।
১২ জুন-২৪ সকাল সাড়ে ১১টায়  নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দলীয় নেতা-কর্মী ও সমর্থক ও জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সমবেত জনতার উদ্দেশ্য এ মন্তব্য করেন। দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা  সভা পুর্বে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা জনপ্রতিনিধিসহ নেতা-কর্মীদের সাথে করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here