কাগজ সংবাদ : বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে যশোর মৌমাছি স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্কুল চত্তরে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করেন অতিথিবৃন্দ।চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভূবন গাছ লাগান নিজেকে বাঁচান এই পতিবাধ কে সামনে রেখে মৌমাছি স্কুল শিশুদের জন্য একটি প্রাক প্রাথমিক স্কুল যেখানে সৃজনশীল পরিবেশের মাধ্যমে শিশুদের বিকাশ ও বৃদ্ধি সহায়ক শিা কার্যক্রমের পাশা পাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে সহায়ক বিভিন্ন কার্য়ক্রমের মাধ্যমে শিা প্রদান করে থাকে। এই শিা কার্যক্রম তারই একটি অংশ হিসেবে ০৯ জুন থেকে ১৩ জুন২০২৪, পর্যন্ত বৃক্ষ রোপণ সপ্তাহ পালন করা হয়েছে। মৌমাছি স্কুলের শিশুদের মাধ্যে ৩০০ টি ফলদ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান বকুল, মৌমাছি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য তরিকুল ইসলাম, আসিফ আকবর খান নিপ্পন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌমাছি স্কুলের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস।মোট ২১ ধরণের ফলদ ও ঔষধি বৃক্ষ যেমন- কাঁঠাল, জাম, বাতাবী লেবু, কদবেল, জামরুল, আমলকি, কামরাঙ্গা, বিলম্বী, সফেদা, শরিফা, আতা, পেয়ারা, জলপাই, চালতা, আমড়া, আশফল, ডেওয়া ইত্যাদি বিতরণকরাহয়।সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের পরিচালক এস. এম. মাসুমবিল্লাহ্।















