চৌগাছায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
132

স্টাফ রিপোর্টার : যশোর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রানীয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপরে অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোর’-এর উদ্যোগে রানীয়ালি বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে পাঁচ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে বক্তারা বলনে, আওয়ামী লীগের কর্মী সেজে সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। সন্ত্রাসীর কোন ধর্ম বা দল নেই। বক্তারা অনতিবিলম্বে এ সকল সন্ত্রাসীদরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। অন্যথায় আরো নিয়মতান্ত্রিক আন্দোলন করা হবে বলেও জানান। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের জেলা শাখার সদস্য সচিব ফারাজি আহমেদ সাঈদ বুলবুল ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সাধারন সম্পাদক সাজেদ রহমান বকুল সন্ত্রাসীদের বিরুদ্ধে গড়িমসির কারনে চৌগাছা থানা পুলিশের ব্যাপক সমালোচনা করেন এবং ধিক্কার জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশদি, সদস্য বীর মুক্তিযোদ্ধা ও যশোর সদর উপজেলার সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, টিআইবির যশোরের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, যশোর জেলা পূজা উদযাপন কমটিরি সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারন সম্পাদক তপন ঘোষ, চৌগাছা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, ঘাতক দালাল নির্মূল কমিটি চৌগাছা উপজেলার সাধারণ সম্পাদক ও প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ২ জুন স্থানীয় কালীপদ সরকার ভীম নামে একজনের শিশু সন্তানকে বিএনপি চিহ্নিত সন্ত্রাসী মাহবুব মাঠে মারপিট করে। স্থানীয়রা জানান, ওই দিন রাতে ভীম ছেলেকে মারপিটের প্রতিবাদ করায় পরের দিন সকালে মাহবুব এলাকার অন্যান্য চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে ভীমকে হাতুড়ি লোহার রড দিয়ে মারপিট করে। পরে ভীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহবুবদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করে। পরবর্তীতে সেই সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে ভীমের জীবনাশের চেষ্টা চালায়। পরবর্তীতে এই আক্রশ ওই গ্রামের পুরো হিন্দু সম্প্রদায়ের উপরে গিয়ে পরে। সেই কারনেই স্থানীয় হিন্দু অধিবাসিরা যশোর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি এবং পূজা উদযাপন কমিটির শরাপন্ন হন। সে কারনেই ওই জনপদের হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here