বাগেরহাটে কলেজ শিকদের বেসিক আইসিটি প্রশিণের সনদ প্রদান

0
210
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ ল্যাবে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির শিকদের জন্য ১০ দিন ব্যাপি বেসিক আইসিটি প্রশিণ শেষ হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কলেজ ল্যাবে প্রশিণ শেষে শিকদের সনদপত্র প্রদান করা হয়। এর আগে মূল্যায়ণ পরীায় অংশগ্রহণ ও প্রশিণ প্রকল্প উপস্থাপন করেন প্রশিনার্থীরা।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আয়োজনে বিশ্ব ব্যাংক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রশিণে ৪৮ তম ওই ব্যাচে বাগেরহাট জেলার ৯টি কলেজের ৩০জন শিক অংশগ্রহণ করছেন। শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের অধীনে পরিচালিত প্রশিণে শিকদের আইসিটি বিষয়ে বেসিক ধারণা প্রদান ও উচ্চ শিা পর্যায়ের শিার্থীদের আইসিটি বিষয়ে শ্রেণি পাঠদানের উপযোগী করে তোলা হবে। প্রশিণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহিম, বিশেষ অতিথি ছিলেন প্রফুল্ল চন্দ্র কলেজের উপাধ্য ড. শিউলি রানী সুত্রধর। সভাপতিত্ব করেন প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্য শেখ জিয়াউল ইসলাম। এসময় সিইডিপিপ্রকল্পের প্রোগ্রাম অফিসার মোখলেসুর রহমান টিপু, প্রফুল্ল চন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রশিণের কোর্স কো-অর্ডিনেটর মো. আলিমুজ্জামানসহ প্রকিকবৃন্দ উপস্থিত প্রশিনার্থীদের হাতে সনদ তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here