কালিগন্জে ধানের সব সমাধান,বায়ার তার একনাম। এইস্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত।

0
168
Exif_JPEG_420
কালিগন্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ  ★-মোঃমাহাবুবুর রহমান। ঝিনাইদহ কালিগন্জ লাউতলা বাজারে বায়ার কোম্পানির মাঠকর্মিরা কূষকদের নিয়ে বা চাষিদের নিয়ে শনিবার বিকালে ধানের সব সমাধান বায়ার তার একনাম এই স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্তআলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন।
কাষ্টমার কানেট
ম্যানেজার,
রুবাইয়া বিনতে রেজাউল,
ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন।
ফিল্ড অফিসার,
 রিংকু।
 সহ
আরো
বায়ার কোম্পানির প্রতিনিধি গনও কৃষকরাও উপস্তিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here