চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ

0
224
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে এলাকাবাসি গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের আজিজুল উলম কওমী মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক ও একই উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে
মাওলানা আব্দুস সালাম কে গণপিটুনি দেয়।জানা যায়,সে এক সপ্তাহ ধরে মাদ্রাসার একটি ছাত্রকে বলাৎকার করে আসছিল।ঈদের ছুটি শেষে ওই ছাত্র মাদ্রাসায় যেতে না চাইলে তার বাবা মা যাবার বাধ্য করার চেষ্টা করলে ছাত্রটি বিষয়টি মা বাবা কে জানায়।এদিকে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বেশ কিছুদিন আগে ভয়ভীতি দেখিয়ে গভীর রাতে তাকে মাদরাসার শৌচাগারের আশপাশে নিয়ে খারাপ কাজ করেন হুজুর। প্রায় ৭-৮ দিন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে এমন করেছেন৷ সবশেষ ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা ছুটির আগে করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ঈদের ছুটির পর ছেলে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরে চাপ দিলে ছেলে ভয়ে সব কিছু খুলে বলে। এরপরই বিষয়টি জানাজানি হয়।এদিকে ঘটনাটি জানার পর শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদ্রাসায় আসেন। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুস সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here