ফরিদুল ইসলাম খান ডুমুরিয়া খুলনা : ডুমুরিয়া উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার ২৬ জুন সকালে গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা দেশী মুরগি পিজির সদস্যদের খুলনা জেলার দৌলতপুরে অবিস্হত আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান পরিচালক, বিভাগীয় প্রানিসম্পদ দপ্তর, খুলনা,কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম উপপরিচালক আঞ্চলিক হাঁস প্রজনন খামার খুলনা, ডুমুরিয়া উপজেলার মোঃ আশরাফুল কবির উপজেলা প্রাণিসম্পদ অফিসার , দাকোপের ডাঃ বম্কিম কুমার হালদার উপেজলা প্রানিসম্পদ কর্মকর্তা ,শেখ আল মামুন সিনিয়র সহকারী পরিচালক আঞ্চলিক হাঁস প্রজনন খামার আরও উপস্থিত ছিলেন ডাঃ সায়রা গুলশান (LDDP) প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, শামিম আরা হক ( LDDP) প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ও এল. এফ.এ ( LDDP) বৃন্দ।ইতিপূর্বে ২৯ মে রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী ডেইরি পিজি, ৩০ মে গজেন্দ্রপুর ডেইরি পিজি, ০১ জুন রংপুর ইউনিয়নে পাশখালি ডেইরি পিজি, ০২ জুন বারানসি ডেইরি পিজি, ০৩ জুন রুদাঘরা ইউনিয়নের মিকসিমিল ডেইরি পিজি, ০৪ জুন খর্ণিয়া ইউনিয়নের পাচঁপোতা পাচুড়িয়া ডেইরি পিজি,০৫ জুন মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা ডেইরি পিজি সদস্যদের নিয়ে সাতক্ষীরা জেলা তালা উপেজলার জেয়ালা গ্রামের বিভিন্ন খামারে এক্সপোজার ভিজিটে যাওয়া হয়েছিলো।















