প্রেধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারের সাাত করলেন এমপি ইয়াকুব আলী

0
296

(মণিরামপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাাত করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে পরিবারের সদস্যদের নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাাত করেন।
সাক্ষাত শেষে এমপি এস এম ইয়াকুব আলী বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলেই অনন্য ও অসাধারণ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চলতি অধিবেশনের মধ্যেই মাত্র কয়েক দিনের ব্যবধানে আমি দু’বার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করেছেন। যে কারণে দেশে এখন সুষ্ঠু ভোট হচ্ছে। যে ভোটে মণিরামপুরের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি বঙ্গবন্ধু কন্যা ও তার পরিবারের প্রতি সারা জীবন ঋণী। একইসঙ্গে আমি ও আমার পরিবারের সদস্যদের সাাতের সুযোগ করে দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ”।
তিনি আরও বলেন, “স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে থেকে নিজেকে ধন্য মনে করি। বঙ্গবন্ধুর আদর্শ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকার জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা বুকে ধারণ করে আমৃত্যু আওয়ামী লীগের সঙ্গেই আছি”।
উল্লেখ্য, এস এম ইয়াকুব আলী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির জ্যৈষ্ঠ সদস্য। এছাড়াও তিনি যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি। দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ এলাকা যশোর তথা মণিরামপুরের মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গোটা যশোর অঞ্চলে সমাজসেবক ও জনদরদী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তরুণ এই রাজনীতিবিদ ও সমাজসেবক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here