মনিরামপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

0
146
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় পাট অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট, পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায়। উপজেলা নির্বাহী হবে স্যার জাকির হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় পাট কর্মকর্তা মোঃ  সোহানুর রহমানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।এতে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পাট গবেষণা উপকেন্দ্রের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণন অফিসার মোঃ শাহরিয়া হোসেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী পাট কর্মকর্তা মহিমা খাতুন,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম প্রমূখ।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১০ শ্রেষ্ঠ পাট চাষীকে স্প্রে মেশিন, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। উপজেলার অন্ততঃ ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here