মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় (২৭ জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে ২৪–২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৯ কোটি ৭ লক্ষ ৮৪ হাজার ৫৪০ টাকার বাজেট ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
এসসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়াও উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃদ্ধ উপস্থিত ছিলেন।















