প্রেসরিলিজ : গনেশ চক্রবর্তী (৬৫), পিতা-মৃত গৌরাংগ চক্রবর্তী, সাং-পুরাতন কসবা পুলিশ লাইন গেইট, থানা-কোতয়ালী, জেলা-যশোর। তার একটি ইজিবাইক চার্জিং পয়েন্ট আছে এবং ০৫ ব্যাটারীচালিত একটি উঙডঊউঙ কোম্পানীর হলুদ রংয়ের ইজিবাইক আছে। যা যশোর পৌরসভা কর্তৃক প্রদত্ত ব্লু-বুক নম্বর-১২১৬, উক্ত ইজিবাইকটির মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা। মোঃ নুর নবি মোল্লা গত দুই বছর যাবৎ বাদীর ইজিবাইকটি প্রতিদিন ৫০০/- টাকা ভাড়া হিসাবে ভাড়ায় চালাতো। গত ১৬-০৫-২০২৪খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা পুলিশ লাইনস্ গেইটস্থ গ্যারেজ হতে ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। কিন্তু ঐ দিন ইজিবাইটি গ্যারেজে জমা না দেওয়ায় বাদী মোঃ নুর নবি মোল্লার ব্যবহৃত মোবাইলে ফোন করে মোবাইল ফোনটি বন্ধ পায়। বাদী তখন তাকে খুঁজতে যশোর কোতয়ালী থানাধীন কাজীপাড়াস্থ তার ভাড়া বাসায় যায়। সেখানে তাকে না পেয়ে তার স্থায়ী ঠিকানায় গিয়ে খোঁজ-খবর করেন। তার কোথাও কোন সন্ধান না পেয়ে, গত ২৭-০৬-২০২৪খ্রিঃ পিবিআই, যশোর অফিসে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পিবিআই, যশোর জেলা ছায়া তদন্ত শুরু করে। পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক সঙ্গীয় এসআই(নিঃ) রতন মিয়া, এসআই(নিঃ) স্নেহাশিস দাশ ও এএসআই (নিঃ) মোঃ এমদাদুল ইসলাম সহ যশোর জেলার চৌকস দল ছায়া তদন্তকালীন সময়ে গত-২৮-০৬-২০২৪খ্রিঃ দুপুর ১২.৪০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী বাজারস্থ ভূইয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় আসামি মোঃ নুর নবি মোল্লা (৪৭), পিতা-মৃত আহম্মদ মোল্লা, গ্রাম-নওদাগ্রাম, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেওয়া স্বীকারোক্তি মতে চোরাইকৃত বাদীর মালিকানাধীন ০৫ ব্যাটারীচালিত উঙডঊউঙ কোম্পানীর হলুদ রংয়ের ইজিবাইকটি অদ্য ২৯-০৬-২০২৪খ্রিঃ রাত ০১.১৫ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর পৌরসভাস্থ চৌড়হাস পুরাতন কোল্ডস্টোরস্থ জনৈক চিকু মিয়ার ইজিবাইক গ্যারেজ হতে এবং উক্ত ইজিবাইকের পাঁচটি খঅঘউও কোম্পানীর বারো ভোল্টের ব্যাটারী একই তারিখ রাত ০২.৪০ ঘটিকায় কুষ্টিয়া সদর থানাধীন ডিসি কোর্টের সামনে পূর্ব মজমপুরস্থ “ রাশেদ ট্রেডার্স ” নামক দোকান ঘর হতে উক্ত আসামির দেখানো মতে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবতী՜তে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে কোতয়ালী থানার মামলা নং-৮৮, তারিখ: ২৯-০৬-২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৩৭৯ পেনাল কোড মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে আরো জানা যায়, আসামি মোঃ নুর নবি মোল্লা (৪৭), পিতা-মৃত আহম্মদ মোল্লা, গ্রাম-নওদাগ্রাম, থানা-কোতয়ালী, জেলা-যশোর গত ১৬-০৫-২০২৪খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা পুলিশ লাইনস্ গেইটস্থ বাদীর গ্যারেজ হতে বাদীর ইজিবাইকটি ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। পরবর্তীতে আসামি প্রতারণামূলকভাবে বিশ^াসভঙ্গ করে বাদীর মালিকানাধীন ইজিবাইকটি চুরি করতঃ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মোঃ নুর নবি মোল্লা প্রতারণামূলকভাবে বিশ^াসঙ্গের মাধ্যমে চুরি করার অপরাধের জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৯-০৩-২০২৪ খ্রিঃ, জনাব অবন্তিকা রায়, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, যশোর আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।১। রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলা, মোবাঃ ০১৩২০০৩২৯৮০ ।
২। এসআই(নিঃ) রতন মিয়া, তদন্তকারী কর্মকর্তা, পিবিআই, যশোর জেলা, মোবাঃ ০১৮৪৯৭৩৮১৩২।















