টানা ভারী বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য বোঝাই খালাস কাজ ব্যাহত

0
216

মাসুদ রানা, মোংলা : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এ দিকে মৌসুমী বায়ু সক্রীয় থাকায় মোংলা বন্দরসহ আশপাশ এলাকায় গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বন্দরে অবস্থানরত ৪ টি জাহাজ ও জেটিতে পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। এ দিকে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অধিকাংশ পৌর এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ বেড়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনর রশিদ জানান, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় এখানে ৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here