দামুড়হুদায় জয়রাম পুরে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ১

0
171
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে দু’ আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত,অপরজন মারাত্নক জখম হয়েছে।
বুধবার(৩ জুলাই) সকাল ১০ টায় দামুড়হুদা থেকে দর্শনাগামী একটি মাছ বোঝায় আলমসাধুর সাথে দর্শনা থেকে দামুড়হুদা গামী একটি  কাঠ বোঝায়  আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময়  আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে আলমসাধু চালক উজ্জ্বল (২৮) মারাত্নক জখম হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অপরদিকে আলমডাঙ্গার ভালাইপুরের জহুরুল ইসলামের ছেলে ইব্রাহিম (৪০) মারাত্নক জখম হয়।বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here