নড়াগাতীতে দুর্ধর্ষ ডাকাতি!নগদ টাকা, স্বর্ণালংকার ওমোটরসাইকেল লুট

0
152
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামে দুর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাতরা ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের  মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা সহ ৮ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
৩ জুলাই (বুধবার)  রাত আড়াই টার দিকে নলামারা গ্রামের মফিজ চৌধুরীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের কেচি গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে  মফিজ ও তার স্ত্রীকে  জিম্মি করে নগদ ৩,৫১,০০০/= (তিন লক্ষ একান্ন হাজার) টাকা, একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি মফিজের বাড়ি রাতে ডাকাতি হয়েছে।সে কৃষি কাজ করে  কিছু সম্পদ বানিয়েছে এবং তার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল ডাকাতেরা সবকিছু লুট করে তাকে সর্বশান্ত করে দিয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা  অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here