মনিরামপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

0
146

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে ইজিবাইকের ধাক্কায় আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া মাদরাসা মোড়ে ঘটনাটি ঘটেছে।
নিহত আরাফাত ওই মোড়ের মনিরুল ইসলাম মিস্ত্রির ছেলে। সে কোদলাপাড়া মাদরাসার নূরানি বিভাগের ছাত্র।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মনিরুলের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন- পুলেরহাট-রাজগঞ্জ পাকা সড়কের সংস্কার কাজ চলছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আরাফাত মাদরাসা মোড়ে হেঁটে সেই রাস্তা টপকে পূর্বপাশ থেকে পশ্চিমপাশে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় যশোরের দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আরাফাত।
ইউপি সদস্য রেজাউল ইসলাম আরও বলেন- দ্রুত শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here