মেহেরপুরে নানী-নাতি ফেনসিডিলসহ আটক

0
217
মেহেরপুর প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুরের চকশ্যামনগর থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ নানী-নাতি আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার (৫ জুলাই) ভোরে মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরা হচ্ছে- সদর উপজেলার চকশ্যামনগর  গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম(৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া(১৯)। আটককৃতরা সম্পর্কে নানী-নাতি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব- ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, চকশ্যামনগরের শামসুল হুদার বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় ১৩২ বোতল ফেনসিডিল পাওয়া গেলে সুজান বেগম ও লিজন মিয়া নামের দুজনকে আটক করা হয়। আটককৃতরা দির্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here